মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের নিজামপুরে বিনামূল্যে ২শত ২২ জন ব্যক্তির ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন সংঘ’র উদ্যোগে এবং রক্তের বন্ধনে মিরসরাইয়ের সহযোগিতায় এই কর্মসূচী বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজামপুর সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত হয়। নিজামপুর সরকারি কলেজের কলেজের শিক্ষার্থী, নিজামপুর বাজারের ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ে অংশ নেয়।
ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলার চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর বর্তমান পরিচালক ভিপি জসিম উদ্দিন ও সাবেক পরিচালক দেলোয়ার হোসেন, ইন্জিনিয়ার বাবলু বড়ুয়া, সৃজন সংঘ’র আজীবন সদস্য মোঃ আশরাফ উদ্দিন, ১৫ নাম্বার ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ আয়েস ও সাধারণ সম্পাদক মেহেদুল রুপম, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ানসহ প্রমুখ।
সৃজন সংঘ’র সভাপতি আসিফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল নাঈম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত সহ- সাধারণ সম্পাদক শাকিল, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম, অর্থ সম্পাদক এ এইস মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসনাত জামিল, দপ্তর সম্পাদকঃ মেহেদী হাসান ও সদস্য রুবায়েত হোসেন, ইমাম হোসেন, জয় বড়ুয়া, মোবারক হোসেন, মামুন হোসেনসহ প্রমুখ।
সৃজন সংঘ’র সভাপতি আসিফুল ইসলাম জানান, আমাদের সংগঠনের উদ্যোগে নিজামপুর সরকারি কলেজে ২শত ২২ জনের ব্লাড গ্রুপিংনকরা হয়েছে। আমরা পর্যায়ক্রমে মিরসরাই উপজেলার সকল কলেজ, স্কুল, মাদ্রাসাগুলোতে বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করবো।
[acf field="title_top"]
নিজামপুরে সৃজন সংঘ’র উদ্যোগে বিনামূল্যে ২২২ব্যক্তির ব্লাড গ্রুপিং
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

