
শাফায়েত মেহেদী..
মিরসরাই উপজেলার নিজামপুরের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল চাইল্ড কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে রবিবার ( ১৪ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল কবীর চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির প্রধান মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সরকার হাট এন, আর, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তফা। উপস্থিত ছিলেন প্রজন্ম মিরসরাই সভাপতি প্রফেসর কামাল উদ্দিন চৌধুরি কলেজের আই সি টি বিভাগে প্রভাষক ইঞ্জিনিয়ার ফারুক, ও সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আইনুল করিম প্রমুখ।
সকাল দশটায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বৈশাখের অনুষ্ঠানে যাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পান্তা ইলিশ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।