নির্বাচনী কারচুপির মাত্রায় আমি বিস্মিত : জার্মানি পররাষ্ট্র কমিটির প্রধান

319

ডেস্ক রিপোর্ট

নির্বাচনী কারচুপির মাত্রায় বিষ্ময় প্রকাশ করেছেন জার্মানি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান নরবার্ট রজেন। বৃহস্পতিবার এক টুইট বার্তা তিনি লিখেছেন, বাংলাদেশে নির্বাচনী কারচুপির মাত্র দেখে আমি বিষ্মিত। দেশটিতে কার্যকরভাবে একদলীয় সরকার চালু হয়েছে।

ইউরোপীয় সরকারগুলোকে এই নির্বাচনী প্রক্রিয়ার নিন্দা দৃঢ়ভাবে জানানো উচিত। একইসাথে বাংলাদেশের অবশিষ্ট গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সমর্থন জানানো উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here