নিজস্ব প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবার মাঠে নামলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা অবস্থান নিতে শুরু করেছেন।
বিজিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি জানিয়ে বলেন, সারাদেশেই বিজিবি সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিচ্ছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। তবে এখনো মোতায়েন করা হয়নি। মোতায়েন হলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।