ক্রীড়া প্রতিবেদক
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে নিশ্চিত হয়েছে শীর্ষ চার। শেষ দিনে জয়ের প্রয়োজনীয়তা সেরে রংপুর, কুমিল্লা ও চিটাগংয়ের সঙ্গে যোগ দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
৪ ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিয়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। একই দিন প্রথম ম্যাচে এলিমিনেটরে লড়বে চিটাগং ও ঢাকা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দেখায় কুমিল্লাকে কোনো পাত্তাই দেয়নি রংপুর। দুবারই ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে মাশরাফীর দল। দুবার কুমিল্লাকে ৬৩ ও ৭২ রানে অলআউট করেছে তারা।
এদিকে ঢাকার বিপক্ষে শতভাগ সাফল্য চিটাগংয়ের। মুখোমুখি হওয়া দুই ম্যাচে যথাক্রমে ৩ উইকেট ও ১১ রানে জিতেছে মুশফিকুর রহিমরা।
শীর্ষ দুইয়ে থাকায় একটু সুবিধায় রংপুর ও কুমিল্লা। হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে যেকোনো এক দলের। আর জিতলে সরাসরি ফাইনালে। এদিকে এলিমিনেটরে হারলেই বিদায় নিতে হবে চিটাগং বা ঢাকাকে। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ার জয়ীর সঙ্গে ফাইনালের লড়াই।