নিজস্ব প্রতিনিধি
কর্ণফুলী নদীর বিজয়নগর ঘাটে নোঙর করা ‘এমভি এপিএস-১’ নামে একটি জাহাজে অগ্নিকাণ্ডে সাইফুল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছে। তিনি ওই জাহাজটির লস্কর বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিদগ্ধ হয়ে মো. নাহিদ (১৮) ও মো. মিজান (২৫) নামে জাহাজটির দুই শ্রমিক আহত হন।
তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত সাইফুল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের উত্তর আন্দারমানিকের আবুল খায়েরের ছেলে। আহত দুজনের পরিচয় জানা যায়নি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া দিপু বলেন, বয়াতে নোঙর করা জাহাজটির ভেতর আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিদগ্ধ হয়ে সাইফুল মারা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বলেন, ‘এমভি এপিএস-১’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নাহিদ ও মিজানকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।