নোবেল বিজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

249

 

আদালত প্রতিনিধি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শ্রম আদালত। গ্রামীণ কমিউনিকেশনসের চাকরীচ্যুত কর্মচারীদের ৩ মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

আজ বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিন মামলায় দেশের প্রথম নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল আজ। তবে দেশের বাইরে থাকায় তিনি আদালতে উপস্থিত হননি।

গত ৩ জুলাই শ্রম আদালতে ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। এরপর আদালত তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। দুই আসামি হাজির হয়ে জামিন নিলেও আজ ডক্টর ইউনূস উপস্থিত হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here