নোয়াখালীতে গৃহবধূকে ৪ টুকরো করে হত্যা

240

 

নোয়াখালীর সুবর্ণচরে নুর জাহান বেগম (৪৩) নামে এক গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা।

বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নুর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের অংশ এখনো নিখোঁজ রয়েছে।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি টুকরো টুকরো করা লাশ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে লাশের পাশে শামুকের ব্যাগ দেখে আমি শনাক্ত করি এটি আমার মায়ের লাশ।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here