মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের উদ্যোগে ও পরিচালনায় ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের অর্থায়নে অভিযান ক্লাবের ১৩ তম নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে কুমিল্লার মিয়াবাজার স্পোটিং ক্লাব ফুটবল একাদশ। শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান ক্লাব মাঠে ২য় কোয়ার্টার ফাইনালে তারা ঘোপাল ফুটবল একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে।
অসাধারণ খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মিয়াবাজার স্পোটিং ক্লাবের গোলরক্ষক শামীম।
খেলায় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্টপোষক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
খেলায় প্রধান অতিথি ছিলেন ১০নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ৯নং শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু, মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন রানা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরেফিন নাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন।