পিরোজপুর সদর উপজেলায় নির্মানাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ নিয়োজিত লাওফান (৫৮) নামের চীনা নাগরিক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের কাজ চলছে। সেতুর কাজে সংশ্লিষ্টরা জানান, নিহত লাওফান ওই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাওফান বসবাস করতেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাওফান ব্যারাক থেকে বাইসাইকেলে করে সেতুর দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে একটি ব্যাগে শ্রমিকদের মাসিক বেতনের টাকা ছিল। টাকা নিয়ে ব্যারাক থেকে সেতুর দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত লাওফানের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতাল সূত্র জানায়, তাঁর ডান দিকের পাঁজরে ছুরির আঘাত লেগেছে।
লাওফানের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি।
পুলিশ সূত্র জানায়, ছুরিকাঘাতের পর ওই দুর্বৃত্ত লাওফানের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।