পূর্ব ষোলশহরে পুলিশ ঘর থেকেই বের হতে দিচ্ছে না বিএনপি প্রার্থীকে, বোনকে মেরে মাকে গালি

316

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থীকে ঘর থেকেই বের হতে দিচ্ছে না পুলিশ। সবশেষ দুপুর ১২টা পর্যন্ত তিনি তার পূর্ব ষোলশহর খাজা রোড এলাকার বাসা থেকে বের হতে পারেননি।

৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেন বর্তমান কাউন্সিলর আশরাফুল আলম। অন্যদিকে এখানে বিএনপির প্রার্থী মুহাম্মদ হাসান লিটন।

রেডিও মার্কা নিয়ে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ হাসান লিটন অভিযোগ করেছেন, ‘সকাল ১০টায় আমি ঘর থেকে বের হতে গেলেই বাধা দেয় পুলিশ।

তিনি অভিযোগ করেন, ‘চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান নিজে আমার ঘরের সামনে গিয়ে আমার মাকে গালি দিয়ে বলেন, খানকির পোলা তুমি যদি কেন্দ্রে যাও সোজা তুলে নিয়ে যাব।’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ হাসান লিটন অভিযোগ করেন, তাকে ঘর বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, তাকে বাচাতে তার ৭০ বছর বয়সী বড় বোন জাহানারা বেগম এগিয়ে আসলে তাকেও মেরে আহত করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here