প্রচারণায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কানেতা ইয়া লাম-লাম

562

বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ঘোষিত প্যানেলের কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদের প্রার্থী কানেতা ইয়া লাম-লাম।

গতকাল প্রচারণার ফাকে হঠাৎ দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা লিফলেট ও প্রচার সামগ্রী কুড়াতে। এ সময় কানেতার সাথে থাকা অন্যরাও ক্যাম্পাস পরিস্কারে এগিয়ে আসেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কানেতা বলেন’ “২৮ বছর পর ডাকসু নির্বাচন এসেছে। সে কারনে প্রার্থীরা লিফলেট ও প্রচারণা সামগ্রী দান করছে। প্রত্যেকটা লিফলেটে প্রার্থীদের খরচ হচ্ছে। দয়া করে সেগুলো নির্দিষ্ট জায়গায় রাখবেন। যথাতথা ফেলবেন না।

 

আমাদের প্রাণের ক্যাম্পাস নির্বাচন এর কারনে যেন আবর্জনায় পরিণত না হয়।“ তিনি আরো বলেন’ “আমরা নিজেরা সচেতন না হলে অন্য মানুষকে কিভাবে সচেতন করব? এই ক্যাম্পাস সকল ছাত্র–ছাত্রীর তাই এই ক্যাম্পাস পরিস্কার রাখার দায়িত্বও আমাদের।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here