প্রেমিকাকে দিয়ে ইয়াবা ব্যবসা করান মানিক চেয়ারম্যান!

479

 

মিরসরাই প্রতিনিধি

প্রেমিকাকে দিয়ে ইয়াবা ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের বিরুদ্ধে। ইয়াবা সহ ওই প্রেমিকা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ইয়াবা আটকের ঘটনায় প্রেমিকা রেহানা আক্তার সুমি, আজিজুল হক মানিক ও ইকবাল হোসেন সহ ৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে খবর পেয়ে হালিশহর থানার সবুজবাগ কালিবাড়ির মুখ থেকে রেহানা আক্তার সুমি (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত সুমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক মানিক চেয়ারম্যান ও ইকবাল হোসেন তাকে দিয়ে ইয়াবা বিক্রি করা কথা জানায়। তার সাথে মানিক চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে বলে জানায় সুমি।

ইয়াবা আটকের ঘটনায় হালিশহর থানার এএস আই আবুল হোসেন বাদি হয়ে ফেনী জেলা সদরের ধর্মপুরের রামপুর এলাকার মোঃ মোস্তফার মেয়ে রেহানা আক্তার সুমিকে (৩৫) এক নম্বর আসামী করে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আমিন শরীফের পুত্র ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিুল হক মানিক (৪৫) ও ইকবাল হোসেনকে (৩৮) আসামী করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে ইয়াবাসহ আটককৃত রেহানা আক্তারের স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। এরপর ঘোপাল ইউনিয়ন পরিষদে বৈঠকের মাধ্যমে তা সীমাংসা হয়ে কিস্তিতে রেহানার ধার্য্যকৃত মোহরানার টাকা পরিষদের সীদ্ধান্ত হয়। ধার্য্যকৃত টাকা চেয়ারম্যানের মাধ্যমে রেহানা বুঝে নেবে। টাকার জন্য বেশ কয়েকবার ইউনিয়ন পরিষদে যাওয়া আসার পর মানিক চেয়ারম্যানের সাথে রেহানার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাকে বিয়ের করার আশ্বাসও দেন চেয়ারম্যান। কয়েকদিন পূর্বে ফেনী গোয়েন্দা পুলিশের একটি টিম ময়মনসিংহের হালুওয়াঘাট উপজেলায় গত ৮ ডিসেম্বর ছাগলনাইয়া সমিতি বাজারে গুলিতে নিহত সিরাজ হত্যা মামলার আসামীদের ধরতে গেলে সেখানে আসামীদের সাথে রেহানাকে পাওয়া যায়। তখন থেকে মানিক চেয়ারম্যানের সাথে রেহানার প্রেমের সম্পর্ক জানাজানি হয়। এরপর থেকে রেহানা বিয়ের জন্য চেয়ারম্যানকে চাপ দিচ্ছিলো। গত ৬ ফেব্রুয়ারি তাকে বিয়ে করার কথা বলে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। এরপর রেহানা ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়।

হালিশহর থানার এএস আই আবুল হোসেন জানান, গত ৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন সবুজবাগ এলাকা থেকে ৫০ পিছ ইয়াবা সহ রেহানা আক্তার সুমি নামে এক নারীকে আটক করেছি। আটকের পর সে তার সাথে ইয়াবা ব্যবসায় জতিড় আজিজুল হক মানিক ও ইকবাল হোসেনের নাম বলে। এরপর ৩জনকে আসামীকে করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছি। আসামী রেহানা কারাগারে রয়েছেন এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিষয়ে চেয়ারম্যান আজিজুল হক মানিক বলেন, রেহানার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি তাকে দিয়ে ইয়াবা ব্যবসা করনোর প্রশ্নই আসে না। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here