নিজস্ব প্রতিনিধি
প্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন মিরসরাইয়ের তরুণ কণ্ঠ শিল্পী মামুনুল ইসলাম মামুন।সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। সজীব দাসের সুর ও সংগীতে গানটির মিক্সিং ও মাস্টারিং এর কাজ চলছে।
‘তুমি আছে, তুমি থাকবে, থাকবে এলআরবি, সেই রুপালী গিটার ফেলে, অসময়ে কাদায় ছবি’- এমন কথামালায় গানটি লিখেছেন আশিক বন্ধু।
সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি প্লাসের ব্যানারে গানটির অডিও-ভিডিও আগামী সপ্তাহে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
গানটি প্রসঙ্গে গীতিকার আশিক বন্ধু বলেন, আইয়ুব বাচ্চু শুধু শিল্পী নন, একজন অভিভাবকও। আমাদের মিউজিকের পথচলায় তাঁর কাছ থেকে উৎসাহ, অনুপ্ররণা ও ভালোবাসা পেয়েছি। খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তিনি একজন মহান শিল্পী।
তিনি আরো বলেন, এ জন্য তার অগণিত ভক্তদের জন্য আমার ভালোবাসার জায়গা থেকে গানটি লিখেছি। মামুনুল খুব আবেগ দিয়ে গানটি গেয়েছেন।
গানটি প্রসঙ্গে সুরকার সজীব দাস বলেন, আইয়ুব বাচ্চু সব সময় আমাদের গানে গানে থাকবেন, আমাদের শ্রদ্ধায়, আমাদের প্রাণের মাঝে থাকবেন। তাঁর গান, কথা ও সুর আমরা সারাজীবন স্মরণ করে যাব। এরই ধারাবাহিকতায় আমরা ‘সবার প্রিয় এবি’ শিরোনামের গানটি প্রকাশ করতে যাচ্ছি।
শিল্পী মামুনুলের বাড়ি মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নে।এরপর পূর্বে তার কয়েকটি গান রেকর্ড হয়েছিলো এবং সে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান করে থাকেন।