ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

307

নিজস্ব প্রতিনিধি

ফেনী শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় আজ সোমবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

র‌্যাবের ভাষ্য মতে, রাতে বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালায় র‌্যাব । রাত ৪টার দিকে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিল মামুন মোর্শেদ ও আল আমিন নামের দুই যুবক। র‌্যাব সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে । যুবকরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে মামুন মোর্শেদ ও আল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও মোটরসাইকেল তল্লাশি করে ২৪ হাজার ৭শ’পিস ইয়াবা পাওয়া যায়। নিহত মামুন গাজীপুরের টঙ্গী থানার আবুল কালামের ছেলে ও আল আমিন রাজধাণীর উত্তরা এলাকার ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের স্বজনদের ডেকে লাশ হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here