বন্দরনগরীতে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার হবেঃ চট্টগ্রামে ইসি সচিব

486

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীতে স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। তবে কোন আসনে ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয় নি। আলোচনার পর ‘র‍্যান্ডমলি’ (এলোমেলো ভাবে) ব্যবহার করা হতে পারে ।

শনিবার (১৭ নভেম্বর) বিকেলে কাজীর দেউড়ির চট্টগ্রাম লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এসব কথা বলেন।

নির্বাচন আর পিছানো হবে না জানিয়ে কমিশন সচিব বলেন, ৩০ ডিসেম্বরের পর নির্বাচন আর পেছানো হবে না। পেছানোর কোন সুযোগও নেই। ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সচিব হেলাল উদ্দিন জানান, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আইজিপিকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। তবে এটি নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান প্রক্রিয়া। যদি এটি দীর্ঘদিন ধরে না হতো তাহলে নির্বাচনের আগে নতুন করে শুরু করতে হতো। কিন্তু আমাদের দেশে র‌্যাব-পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে,অনেকে বন্দুকযুদ্ধে মারাও গেছে। সন্ত্রাসীরা নিয়মিত গ্রেফতার হচ্ছে।

তিনি আরো বলেন, পোস্টার-ব্যানার সরাতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল পোস্টার ব্যানার অপসারণের শেষ তারিখ।১৮ নভেম্বরের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সিটি করপোরেশন, পৌরসভা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব নামানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here