বাংলাদেশের ২ ভোট মেসি ও রোনালদোকে

156

 

২৩ সেপ্টেম্বর ঘোষিত হবে ফিফা ‘দ্য বেস্ট’ বিজয়ীর নাম। বিশ্বসেরা ফুটবলার নির্বাচনে আছে বাংলাদেশের ভূমিকাও। ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিফা ‘দ্য বেস্ট’ এ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে লড়াই হবে লিভারপুল সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইকের। মিলানে ২৩ সেপ্টেম্বর ফন ডাইক মেসি-রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কিনা সময়ই বলে দেবে।

তবে মেসি ও রোনালদো শুনলে খুশি হতে পারেন বাংলাদেশ থেকে দুটি ভোট পড়েছে তাদের বাক্সে। বাংলাদেশ থেকে একটি ভোট পেয়েছেন ফন ডাইকও। ধারাবাহিকভাবে এই তিনজনই পেয়েছেন কোচ জেমি ডের ভোট। তবে জেমির প্রথম ভোটটা গিয়েছে মেসির বাক্সে, ‘আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেসি, রোনালদো ও ফন ডাইককে ভোট দিয়েছি।’

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার ভোটও পেয়েছেন মেসি ও রোনালদো। তবে বাংলাদেশ দলের এই হোল্ডিং মিডফিল্ডারের তৃতীয় ভোটটি পেয়েছেন বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের বাক্সে, ‘প্রথম ও দ্বিতীয় ভোটটা দিয়েছি মেসি ও রোনালদোকে এবং হ্যাজার্ড পেয়েছেন তৃতীয় ভোটটা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here