বাংলাদেশে করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

232

 

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে এ পর্যন্ত সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে এক দিনে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৫৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। আক্রান্তের হার ২১.৬২ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৩৬ জন। সুস্থতার হার ২৩.৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩৩ জন ও নারী ১২ জন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন ও রংপুর বিভাগের দুইজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১-৩০ দুই জন, ৩১-৪০ পাঁচজন, ৪১-৫০ তিনজন, ৫১-৬০ ১৫ জন, ৬১-৭০ ১০ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৫৫৭ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ২১৬ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here