বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত ২৭৩৫

183

 

করোনাভাইরাসে দেশে নতুন মারা গেছেন ৪২ জন। আর শনাক্ত হযেছে ২,৭৩৫ জন।

মহামারি করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন। সেই সাথে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৮ হাজার ৫০৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে নতুন মারা গেছেন ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী নয়জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৩৫ জনের। মোট নমুনা পরীক্ষায় ২১ দশমিক ১৩ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৬৫৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ২১ দশমিক ২৫ শতাংশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here