বারইয়ারহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুধী ও কর্মী সমাবেশ

86

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুধী ও কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২ নং হিঙ্গুলী ইউনিয়ন শাখা আয়োজিত সমাবেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হিঙ্গুলী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদোয়ানুল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি নুর নবী, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর নুরুল আলম, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মুশফিকুর রহমান, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক মাসুদ করিম, করেরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা জিহাদী, সেক্রেটারী আবুল কাশেম প্রমুখ। এনামুল হকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সমাবেশ। এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন মোকতার হোসেন জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জোরারগঞ্জ থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বলেন, শ্রমিকরা নানাভাবে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের দাবী ও ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দুর্দশা লাঘব করা যাবে। মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতেই হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কোন ছাড় দেওয়া যাবে না। শ্রমিকদের মানবিক মর্যাদা ও পূর্ণ অধিকার আদায়ে আমরা সদা সজাগ থাকব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here