বারইয়ারহাট কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন দিদারুল আলম: সদস্য নুরুল হুদা হামিদী

273

 

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বারইয়ারহাট কলেজের পরিচালনা পর্ষদ এর কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী ও বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মোঃনুরুল হুদা হামিদী ।

রোববার (৯ মার্চ) জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকার গত ৬ মার্চ বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন। দুইদিন সরকারি বন্ধ থাকায় রোববার বিজ্ঞপ্তিটি কলেজে পোঁছানো হয়।

বারইয়ারহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সভাপতি দিদারুল আলম মিয়াজি জানান, আমি বারইয়ারহাট কলেজের ছাত্র। এই কলেজের ছাত্র সংসদ থেকে ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আমার প্রাণের কলেজকে যুগোপযোগী আধুনিক মানসম্মত শিক্ষার পরিবেশ মানোন্নয়ন করার জন্য আগামী দুই বছর চেষ্টা করবো। এই জন্য শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here