বারইয়ারহাট ক্রিকেট ক্লাবের আহবায়ক কমিটি গঠন

73

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার বারইয়ারহাট ক্রিকেট ক্লাব (বিসিসি) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে বারইয়ারহাটে এই কমিটি গঠন করা হয়। এতে মিনহাজ উদ্দিন টিটুকে আহবায়ক ও মোহন দে কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
বিসিসির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। এছাড়া মেজবাউল হক মানিক, গোলাম জাকারিয়া ও এডভোকেট শহীদুল ইসলামকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলো আমান উল্ল্যা, মামুনুর রশীদ, শাহাদাৎ হোসেন, আব্দুল গোফরান জামশেদ, ইমাম হোসেন, শুভ দত্ত, আব্দুল্লাহ আল জুবায়ের, কামরুল ইসলাম, শাখাওয়াত হোসেন সাকিব।

এবিষয়ে নব গঠিত বিসিসি”র আহবায়ক কমিটির সদস্য সচিব মোহন দে বলেন, বিসিসি একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াপ্রেমী সংগঠন। খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here