বারইয়ারহাটে ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ২ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

110

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানীখ্যাত বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডে অবস্থিত অত্যাধুনিক সম্পূর্ণ কম্পিউটারাইজড রোগ নিরুপনী কেন্দ্র ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ২ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি চিকিৎসা নেওয়া রোগীদের পরীক্ষা নীরিক্ষায় ২৫ পারসেন্ট ছাড় দেওয়া হয়। সকাল থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকলেও বিকালে চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ২ বছর পূর্তি উদযাপন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি, প্রসূতি, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফারজানা আক্তার। মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. সরোয়ার হোসেন। হৃদরোগ, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হাসান মোস্তফা চৌধুরী। বাত ব্যাথা, হাঁড় ভাঙ্গা, ফিজিক্যাল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আবু সালেহ মো. সালা উদ্দিন চৌধুরী। গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট ডা. জেরিন আক্তার। চর্ম, এলার্জি, শ্বাসকষ্ট, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. তনয় মজুমদার।
২০২১ সালের ১১ জুন উন্নত সেবার প্রত্যয় নিয়ে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডের হোসনিয়া মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে বায়োকেমিস্ট্রি ফসফেট পিবিএফ, লিনিয়ার প্রোব, ইকো প্রোব, ব্রেস্ট আল্ট্রা, জেনিটালিয়া আল্ট্রা, হরমোন ভিটামিন ডি, গ্রোথ হরমোন, বিএমডি হাড়ের পরীক্ষা ইত্যাদি।

ওয়েলফেয়ার ডায়গণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন ভূঁইয়া বলেন, বিগত ২০২১ সালের এইদিনে উন্নত সেবার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়েলফেয়ার ডায়াগণস্টিক সেন্টারটি। গত ২ বছরে রোগীদের মাঝে সঠিক ও উন্নত সেবা প্রদান করে এবং সকলের সার্বিক সহযোগিতায় তা একটি সুনামী প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা বিশ^াস করি প্রতিটি রোগী আমাদের আপনজন। তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দেয়ার চেষ্টা করি। এছাড়া এখানে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা রোগীদের রোগ নির্ণয় করা হয়। যার জন্য রোগীদের এখন আর সুদূর ফেনী বা চট্টগ্রাম শহরে যেতে হয় না। এছাড়া আমরা প্রতি বছর ৫ জন রোগীকে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছি। এইধারা অব্যাহত থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতায় ওয়েলফেয়ার অনেকদূর এগিয়ে যাবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here