মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাটে অজ্ঞাত গাড়ির চাপায় আনোয়ারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে বারইয়ারহাট পৌরসদর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার ফখরুল ইসলামের স্ত্রী। তিনি টোকাইয়ের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে বারইয়ারহাট পৌর সদর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন আনোয়ারা বেগম। তার মরদেহ রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করা হয়েছে।