বারইয়ারহাটে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

271

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় হাজী মহসিন আলী নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৬ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে জামালপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক ও ঝর্ণা ফার্মেসীর স্বত্তাধিকারী। মহসিন আলী ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঘোপাল এলাকার মোহাম্মদ রাফির পুত্র।
হাজী মহসিন আলী জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বারইয়ারহাট বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে করে বেটারী চালিত রিক্সা যোগে বাসায় ফেরার পথে বারইয়ারহাট-শান্তিরহাট সংযোগ সড়কে একটি সিএনজি অটোরিক্সা যোগে মুখোশধারী কয়েকজনক অজ্ঞাত লোক এসে আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে টেনে হিঁচড়ে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা চালায়। আমার চিৎকারে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসময় আমার কাছে থাকা ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। পরে জোরারগঞ্জ থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।
এই বিষয়ে জোরারগঞ্জ জৈষ্ঠ্য উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখছি এই ঘটনায় জড়িত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here