মিরসরাই প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের বানিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভায় ইলেকট্রিক ব্যবসায়ীদের সংগঠন বারইয়ারহাট ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার মসজিদ রোডে অবস্থিত মৌচাক মার্কেট তয় তলায় এই উপলক্ষে সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বারইয়ারহাট এলজি শোরুম (লিমা ইলেকট্রনিক্স )এর স্বত্ত্বাধিকারী আব্দুর রহমানকে উপদেষ্টা করে, রিমিক্স ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী শাহ এমরানকে সভাপতি ও ছালেহ ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী ছালাউদ্দিন মোর্শেদকে সাধরণ সম্পাদক করা হয়।
এছাড়া এ কে ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী আরিফুল ইসলামকে অর্থ সম্পাদক, মিয়াজী এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ দিদারুল আলমকে প্রচার সম্পাদক, ইশান ইলেকট্রিকের স্বত্বাধিকারী গোপাল দেবনাথ, খান ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী আজম খান, বিন্তি ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী শাহাদাৎ হোসেন, রংধনু ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী নিতাই চন্দ্র দাশ ও সমীর কুমারকে সদস্য করা হয়েছে।