বারইয়ারহাট থেকে ইয়াবাসহ ডাকাত ফারুক আটক

263

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের কুখ্যাত ডাকাত ফারুক হোসেন (৩৫) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম বারইয়ারহাট পৌর বাজারের অলংকার হোটেলের সামনে থেকে তাকে আটক করে। ফারুক উপজেলার ধূম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলাউদ্দিন, এএসআই সওকত আলীর নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে থেকে ফারুক ডাকাতকে আটক করে। আটকের পর তার শরীর তল্লাশী করে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ফারুকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২ টি ডাকাতি মামলা একটি জিআর মামলা রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, কুখ্যাত ফারুক ডাকাত দীর্ঘদিন থানা এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতি করে আসছে। এসবের পাশাপাশি মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here