বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন মীরআলী

318

মিরসরাই প্রতিনিধি
আগামী ২৮ ফেব্রুয়ারি বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়বেন তরুণ সমাজকর্মী মীর হোসেন মীরআলী। ইতমধ্যে তিনি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মীরআলী বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার আবুল হোসেনের পুত্র। সে ২০১৬ সালেও পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে মীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় সমাজকর্মের সাথে জড়িত রয়েছি। এলাকার মানুষের সুখে দু:খে সব সময় পাশে থেকেছি। তাই আরো বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। এলাকার জনগন থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জনগন আমাকে কাউন্সিলর পদে জয়ী করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here