বাস-অটোরিকশা সংঘর্ষ : নিহত ৮

268

 

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জন চিকিৎসাধীন আছেন।

সোমবার বিকেল চারটার দিকে উপজেলার সাতাহাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস ফুলতলী বাজারে পৌঁছলে স্থানীয় পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহীরা মারা যান।

বিকেল ৫টা পর্যন্ত অটোরিকশার পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী, একজন শিশু ও দুইজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here