চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে টানতে তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।
৩১ বছর বয়সী এই ফুটবলার তিন বছরের চুক্তিতে কাম্প নউয়ে যোগ দিবে বলে কাতালান ক্লাবটি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়। আগামী কয়েক দিনের মধ্যে খেলোয়াড়ের মেডিকেল পরীক্ষা হবে বলেও জানানো হয়।
তাদের বিবৃতির কিছুক্ষণ পর বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, বার্সেলোনার জন্য এরই মধ্যে ক্লাব ছেড়ে গেছে ভিদাল। তবে ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি।
২০১৫ সালের জুলাইয়ে ইউভেন্তুস থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর গত তিন মৌসুমে তিনটি লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতেন ভিদাল।
দেশের হয়ে কোপা আমেরিকার দুটি শিরোপা জেতা ভিদাল বিদায়বেলায় ‘বার্সেলোনায় নতুন চ্যালেঞ্জের সুযোগ করে দেওয়ায়’ বায়ার্নকে ধন্যবাদ জানিয়েছেন।
এবারের দল-বদলে বার্সেলোনায় যোগ দেওয়া চতুর্থ খেলোয়াড় হতে যাচ্ছেন ভিদাল। এর আগে ব্রাজিলের উইঙ্গার মালকম, মিডফিল্ডার আর্থার মেলো ও ফরাসি ডিফেন্ডার ক্লেমোঁ লংলেকে দলে টানে লা লিগা চ্যাম্পিয়নরা।