
নিজস্ব প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ২০ দলীয় জোট থেকে মনোনয়ন প্রত্যাশী নুরুল আমিন চেয়ারম্যান।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের একটি হোটেলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান শাহজাহান ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে তিনি সাক্ষাৎ করেন।

এসময় দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাহ উদ্দিন ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, আগামী দিনে আন্দোলন সংগ্রাম ও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন, মিরসরাইয়ের সামগ্রীক রাজনীতি বিষয়ে আলোচনা করা হয়েছে।

