নিজস্ব প্রতিবেদক
বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী
নুরুল আমিনের বাবা মাওলানা আবুল খায়ের (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার ভোর ৬.২৫ মিনিটে উনার নিজ বাড়ী মিরসরাইতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ ১০ই অক্টোবর বৃহস্পতিবার উনার নিজ বাড়ীতে বাদ যোহর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা আবুল খায়েরের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।