নিউজ ডেস্ক..
দেশে স্বাধীন বিচার ব্যবস্থা নেই, বিচার বিভাগে নৈরাজ্য চলছে, সরকারের ইচ্ছায় চলছে। আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে শনিবার সুপ্রিমকোর্ট চত্বরে সকাল ১০টা থেকে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন।
সুপ্রিমকোর্ট চত্বরের মহাসমাবেশে যোগ দিয়েছেন সারাদেশের আইনজীবীরা।
এর আগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে আইনজীবী মহাসমাবেশ সফল করার জন্য একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদিন। অনুষ্ঠান পরিচালনা করছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব মাহবুব উদ্দিন খোকন।