
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আগস্ট মাসের শতভাগ উপস্থিতির জন্য পুরস্কৃত হয়েছেন ৩১৭জন শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পুরো মাস উপস্থিত থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার ( ৩ অক্টোবর) ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীর শতভাগ পাশ নিশ্চিত করা,শৃঙ্খলা মেনে চলা,ও প্রতিযোগী মনোভাব বৃদ্ধির লক্ষ্যে গত এক বছর ধরে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে মারুফ স্কুল যে উদ্যোগ নিয়েছে তা প্রশসংনীয়। পুরো মাস শতভাগ উপস্থিত থাকার জন্য ছাত্রছাত্রীদের প্রায় এক বছর ধরে পুরস্কৃত করে আসছে বিদ্যালয়টি।
