বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কখন কোথায়

336

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়েছে অনেক আগ থেকেই। আজ শুক্রবার থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মাঠের লড়াই। চলবে ২৮ মে পর্যন্ত। আগামী ২৯ মে জমকালো উদ্ভোধোনি অনুষ্ঠানের পর ৩০ মে থেকে শুরু হবে মূলপর্বের লড়াই.

প্রতিদিন থাকবে দুটি করে ম্যাচ এবং প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আজ মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কা- দক্ষিণ আফ্রিকা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

দেখে নিন কখন কোথায় খেলা-

শুক্রবার ২৪ মে – পাকিস্তান বনাম আফগানিস্তান- ব্রিস্টল

শুক্রবার ২৪ মে – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা- কার্ডিফ

শনিবার ২৫ মে – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া- সাউদাম্পটন

শনিবার ২৫ মে- ভারত বনাম নিউজিল্যান্ড- দ্য ওভাল

রোববার ২৬ মে- দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিস- ব্রিস্টল

রোববার ২৬ মে – পাকিস্তান বনাম বাংলাদেশ- কার্ডিফ

সোমবার ২৭ মে – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা- সাউদাম্পটন

সোমবার ২৭ মে- ইংল্যান্ড বনাম আফগানিস্তান- দ্য ওভাল

মঙ্গলবার ২৮ মে – ওয়েস্ট ইন্ডিস বনাম নিউজিল্যান্ড-ব্রিস্টল

মঙ্গলবার ২৮ মে – বাংলাদেশ বনাম ভারত-কার্ডিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here