ক্রীড়া প্রতিবেদক
অভিষেক টেস্ট ইনিংসেই পাঁচ উইকেট শিকার করেছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাইম হাসান। আর সেই সাথে তিনি ঢুকে গেছেন রেকর্ডবুকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব এখন এই বাংলাদেশী তরুণের। অভিষেক ইনিংসে তার বোলিং ফিগার ১৪-২-৬১-৫। তার ঘুর্নি জাদুতেই ক্যারিবীয়দের ২৪৬ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটসম্যান জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন নাঈম। এদিন তার বয়স ১৭ বছর ৩৫৫ দিন। আগে এই রেকর্ডটি ছিলে অস্ট্রেলিয়ার প্যাট কমিন্সের। তিনি অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ১৯৩ দিন।
আর বাংলাদেশী বোলারদের মধ্যে অভিষেক ৫ উইকে নেয়া বোলারদের তালিকায় নাইম যুক্ত হলেন ৮ নম্বরে। গত বছর মেহেদী মিরাজের পর তিনি এই তালিকার সর্বশেষ সংযোজন।
ওয়েস্ট ইন্ডিজের নবম ব্যাটসম্যান হিসেবে নাইমের বলে বোল্ড হয়ে যান ওয়ারিক্যান। ক্যারিবীয়দের দলীয় রান তখন ২২৫। নাইমের বলটি অফ স্ট্যাম্পের বাইরে পড়ে টার্ন নিয়ে ভিতরে ঢুকে ভেঙে দেয় স্ট্যাম্প। সেই সাথে সাথে তিনি ঢুকে যান রেকর্ডবুকে।