মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পবণ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, নয়া দিগন্ত ও বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি রাজু কুমার দে, ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, ভোরের পাতা প্রতিনিধি আশরাফ উদ্দিন, আমার সংবাদ প্রতিনিধি সুজন মন্ডল, স্বাধীন বাংলা প্রতিনিধি দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি আজিজ আজহার, সময়ের আলো প্রতিনিধি সাদমান সময়, আমাদের নতুন সময় প্রতিনিধি ফিরোজ মাহমুদ, সাপ্তাহিক চাঁটগার বাণী প্রতিনিধি সৈয়দ আজমল হোসেন, চলমান মিরসরাই’র নিজস্ব প্রতিবেদক সাফায়েত মেহেদী, মাসিক মিরসরাই’র নিজস্ব প্রতিবেদক ইকবাল হোসেন জীবন প্রমুখ।
এসময় বেজা চেয়ারম্যান প্রবণ চৌধুরী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। অর্থনৈতিক অঞ্চল সহ সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্য জনগণের নিকট তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখেন। তিনি অর্থনৈতিক অঞ্চলের চলমান কর্মকান্ড দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আহŸান জানান।
পুরনায় বেজার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পবন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মিরসরাই প্রেসক্লাব।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।