বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে মিরসরাইয়ে মানববন্ধন

388



মিরসরাই প্রতিনিধি :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে মিরসরাইয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মিরসরাই উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ সরকারের উপস্থাপনায় সভাপতি মোঃ নুরুল মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ দিদারুল আলম, মোঃ আবু ছালেক, শিক্ষক নেতা মোঃ সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এর লক্ষ্যে সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়াও চিকিৎসা ভাতা প্রদানসহ এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপনটি বাতিলের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here