বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মিরসরাই থানা পুলিশের মতিবিনিময় সভা

217



মিরসরাই প্রতিনিধি
আসন্ন বৌদ্ধ পূর্ণিমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকালে মিরসরাই থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ড. ধর্মকীর্ত্তি মহাথের, জোরারগঞ্জ বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি প্রসার কান্তি বড়–য়া, তিশরন মহারন্য বৌদ্ধ বিহারের পক্ষে রঞ্জিত বড়ুয়া, মায়ানী গৌতম বৌদ্ধ বিহারের জিনালংডার মহাথের প্রমুখ। এসময় মিরসরাই থানার অধীনে ১৩টি বৌদ্ধ বিহারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আসন্ন বৌদ্ধ পূর্ণিমা উৎযাপনে মিরসরাই থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাবে। তবে বৌদ্ধ বিহারের আশপাশে অথবা বৌদ্ধ গ্রামগুলোতে অপরিচিত কাউকে দেখলে আপনারা দ্রুত পুলিশকে খবর দেবেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে যাবে। এছাড়া বৌদ্ধ বিহারগুলোর নিরাপত্তায় আনসার সদস্যের পাশাপাশি পুলিশ নিয়োজিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here