মিরসরাই প্রতিনিধি
ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল)। এরপূর্বে তিনি সংগঠনের সহ-সভাপতি ও সভাপতির দায়িত্বে ছিলেন।
রাকিবুর রহমান টুটুল ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি ছাড়াও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য, বাংলাদেশ ডেইরী এসোসিয়েশনের সহ-সভাপতি, ফেনী জেলা সমিতির সহ-সভাপতি, চিটাগাং কাব লিমিটেডের সদস্য, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের সদস্য, চট্টগ্রাম ডায়বেটিক ও জেনারেলর হাসপাতালের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ও শাহীন গলফ এন্ড কান্ট্রি কাবের সদস্যের দায়িত্বে রয়েছেন।
রকিবুর রহমান টুটুল ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি হওয়ায় নাহার এগ্রো গ্রুপের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।