বড়তাকিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

151


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে অপর ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও সহকারী আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩৫)। আহত হয়েছেন বেদারুল (৪০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১৮-৬৪৭০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (চট্টমেট্রো-ট-১১-৩৪৫১) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়েন চারজন। আমরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here