ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত ছিলেন সঙ্গীতশিল্পী মনির খান। তবে সম্প্রতি দল থেকে ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন না পাওয়ায়, রাজনীতি থেকে বিদায় নেন তিনি। রাজনীতি ছেড়ে গানে নিয়মিত হওয়ার ঘোষণাও দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। রাজনীতি, গান ও সমসমায়িক বিষয়ে বলেছেন তিনি-
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে আপনি কি অটল?
কলেজ জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে যুক্ত আছি। সেসময় ছাত্রদলের হয়ে কাজ করতাম। ২০০৮ সাল থেকে দলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আপনার জানেন, ওই সময়টা দলের জন্য কঠিন সময় ছিল। কঠিন মুহূর্তে আমি দল ছাড়িনি। কাজ করতে গিয়ে কতটুকু সমস্যায় পরতে হয়েছ তা আমি জানি আমার দলও জানে। দলে কাজ করতে গিয়ে আমার অনেক কিছুই হারাতে হয়েছে। ৯টা মামলা মাথায় নিয়ে এখনও কোর্টের বারান্দায় চক্কর কাটছি। অনেক কষ্টে, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মানসিকভাবেও আমি ভেঙ্গে পড়েছি।
দল থেকে কী কেউ আপানার সঙ্গে যোগাযোগ করেছে?
হ্যাঁ। এ ঘটনার পর, দল থেকে অনেকেই ফোন দিচ্ছে। তারা নানাভাবে আমাকে বোঝাচ্ছেন। রিজভী ভাই (রুহুল কবির রিজভী) অনুরোধ করে বলেছেন, মাথা গরম না করতে। তিনি বিষয়টা দেখছেন। তাছাড়া আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনগণও ফোন করে যাচ্ছে। তারাও চান, আমি যেন এ সিদ্ধান্ত বদল করি।
আপনার ইচ্ছে কী?
এই মুহূর্তে আমার কোনো ইচ্ছে নেই। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে, আমি কিন্তু গানের মানুষ। গানের মানুষ হিসেবে দেশজুড়ে আমার পরিচিতি। তাই গান নিয়েই থাকতে চাই।
দল যদি ইতিবাচক কোনো সাড়া দেয়, তবে কি আপনার অভিমান ভাঙ্গবে?
ভালোলাগা থেকে আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে যুক্ত হয়েছি। যদি দল থেকে এমন ইতিবাচক সাড়া আসে তবে ফেরা হবে।
আর যদি এমনটা নাও হয়, তবে কি আপনি ও আপনার সমর্থকরা দল থেকে মুখ ফিরিয়ে নেবেন?
না, এমনটা কখনও করব না। আমার পদত্যাগের সংবাদ শোনার পর, সেখানকার নেতাকর্মীরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানতে চাইছেন। যেহেতু ধানের শীর্ষের নির্বাচন হচ্ছে তাই সবাইকে বলেছি, মার্কার দিকে খেয়াল রাখতে। আমি আমার সিদ্ধান্তের কথা পরবর্তীতে তাদের জানাবো বলেছি। স্থানীয় নেতাকর্মীরাও কিন্তু তাই করছে। তারা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে আর আমার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
তাহলে আমরা কি ধরে নিতে পারি, আপনার অভিমান ভাঙ্গবে?
সেটা সময়ে কথা বলবে। আগ বাড়িয়ে এখন কিছু বলা ঠিক হবে না। কিছুদিনের মধ্যেই সবাই জানতে পারবেন।
গানের খবর বলুন…
এখন আপাতত নির্বাচনী হাওয়া বইছে। তাই গানের ব্যস্ততা কিছুটা কম। আশা করি, আগামী বছর বেশ কিছু নতুন গান প্রকাশ করা হবে।

