ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

190

 

ক্রীড়া প্রতিবেদক

নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ভুটানের ৩-০ গোলের জয়। যা আজ বাংলাদেশের জন্য টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নেপালের যুব দল এমনিতেই শক্তিশালী। তার উপর তাদের মাঠে খেলা। কিন্তু আজ নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে তানভীর, ফাহিম এবং মিরাজদের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানীরা। তাদেরকে ৪-০ গোলে উড়িয়ে প্রথম বারের মতো সাফ অনূর্ধ্ব-১৮ পুরুষ ফুটবলের ফাইনালে উঠলো লালসবুজরা। ফলে আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ পাচ্ছে ভারত এবং মালদ্বীপের মধ্যকার জয়ী দলকে। শুক্রবার বিকেলেই ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৮ সাফের গতবারের রানার্সআপ দল বাংলাদেশ। আগের দুই সাফে এই ভুটানের বিপক্ষে জিতেছিল লাল সবুজরা। ২০১৫ সালে ২-০তে। এরপর ২০১৭ সালেও এই স্কোর লাইনে। শুক্রবার কাঠমান্ডুতে জয়ের গোলের ব্যবধান আরো বাড়লো।

২ মিনিটে লম্বা থ্রো থেকে আসা বলে ডিফেন্ডার তানভীর হোসেনের হেড চলে যায় ভুটানের জালে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম বাম পায়ের প্লেসিং শটে পরাস্ত করেন বিপক্ষ গোলরক্ষককে।

৩২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের তীব্র শট নেন মিডফিল্ডার মিরাজ হোসেন। দর্শনীয় ভঙ্গিতে তা চলে যায় জালে। ৩-০তে প্রথমার্ধ শেষ হওয়ার পর ৯৪ মিনিটে বদলী মিডফিল্ডার দীপক রায় বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বাংলাদেশের গোল সংখ্যা হালি পূর্ণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here