ভোট বর্জন করলেন যেসব প্রার্থী

225

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন একাধিক প্রার্থী। বিএনপি-ঐক্যফ্রন্ট মনোনীত একাধিক প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জন করেছেন।

প্রতিনিধিদের পাঠানো খবরে…

ঢাকা-১ : এ আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে অভিযোগ করে ভোট বর্জন করেন তিনি। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন সালমা ইসলাম।

ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) : এ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা সময় তিনি অভিযোগ করেন, এই আসনের ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে নিজেও ভোট দেননি তিনি।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) : এ আসনের জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। কেন্দ্র দখলের অভিযোগ এনে রোববার সকালে ভোট শুরুর পরই তিনি ভোট বর্জন করেন। তার অভিযোগ, ‘ওই আসনের সকল কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে।’

শেরপুর-৩ : এ আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল ভোট বর্জনে ঘোষণা দিয়েছেন। আজ রোববার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তার অভিযোগ, ‘নির্বাচনের আগে রাতেই আঁধারেই অধিকাংশ ভোট কাস্ট করে নিয়েছে আওয়ামী লীগ। আজ ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকেই আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। কর্মী-সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

খুলনা-৫ : এ আসনে নির্বাচন বর্জন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া,দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাগুলো রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ভোট বর্জন করেছেন বলে জানিয়েছেন।

বাগেরহাট-৩ : এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বাগেরহাট-৪ : এ আসনে জেলা জামায়াতের শুরা সদস্য মো. আবদুল আলীম বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভোট বর্জন করেন।

খুলনা-১ : এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

খুলনা-৩ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

খুলনা-৪ : এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজীজুল বারী হেলাল দুপুর ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here