নিজস্ব প্রতিনিধি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে মঘাদিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। ক্লাবের সভাপতি মোঃ শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীেগর সহ-সভাপতি আবদুল্লাহ আল হালিম মাস্টার, সদস্য সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ সম্পাদক শাহনেওয়াজ, সদস্য জামসেদ আলম, রাসেল স্মৃতি সংসদের সাংঠনিক সম্পাদক এরশাদ, যুগ্ম সম্পাদক রোমন সহ নেতৃবৃন্দ।