মিরসরাই প্রতিনিধি
দলের সবুজ সংকেত পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দলের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর পক্ষে স্থানীয় নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এর আগে আওয়ামী লীগ থেকে মাহবুব রহমান রুহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও খেলাফত মজলিস থেকে শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান জানান, আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের দলের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা।