মসজিদ সংস্কারের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন মিরসরাই সমিতি ওমান

371


মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ের বামনসুন্দর দারোগাহাট কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার কাজের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন মিরসরাই সমিতি ওমান। বৃহস্পতিবার (৪ জুলাই) সমিতির সভাপতি মোহাম্মদ রিয়াদের পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কাটাছরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আবুল বশর, সাধারণ সম্পাদক ডা. একরামুল হক বাচ্চু, মোঃ মিজান, আলা উদ্দিন, মোহাম্মদ বাহার, জাহাঙ্গীর আলম, অদম্য ২০০৫ এর সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ সাজিদ, ব্যবসায়ী ফখর উদ্দিন পারভেজ।
মিরসরাই সমিতি ওমান’র সভাপতি মোহাম্মদ রিয়াদ বলেন, আমাদের সমিতি প্রতিষ্ঠার পর থেকে প্রবাসীদের কল্যাণের পাশাপাশি মিরসরাইয়ের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছি। বিভিন্ন ধর্মীয়, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান ছাড়াও সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষদের পাশে থেকে সহযোগীতা করছি সবসময়। আগামীতেও এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here