মহসিন আলীর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য বিতরণ

312

মিরসরাই প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে দেশ। সব শিক্ষা প্রতিষ্ঠানের মত ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রয়েছে। ওই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর পরিবারের উপার্জনকারী শ্রমজীবি ব্যক্তি কর্মহীন হয়ে পড়েছে। দুঃখে কষ্টে সময় যাচ্ছে তাদের, সেই বিষয়টি চিন্তা করে ২৫জন শিক্ষার্থীর পরিবারকে খাদ্যদ্রব্য দিয়েছেন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী মহসিন আলী। খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, আলু ২ কেজি, পেয়াঁজ ১ কেজি, মসুর ডাল কেজি, খেসারি ডাল ১ কেজি, লবণ ১ কেজি ও ১ লিটার সয়াবিন তেল।

মহসিন আলী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে ২৫জন দরিদ্র শিক্ষার্থীর পরিবারকে খাদ্যদ্রব্য পৌছে দিয়েছি। তাদের পরিবারের উপার্জনকারী ব্যক্তি এখন বেকার হয়ে আছে। এই দূর্যোগ মহুর্তে অন্তত তারা কয়েক দিন খেতে পারবে। এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারদের সাহায্যে এগিয়ে আসা উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here