মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

54

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ১৬ মার্চ বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফারুক হোসাইন, মহালংকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ইদ্রিছ মিয়া, মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রতিষ্ঠাতা এমদাদুল হক ভূঁইয়া, বিদ্যালয়ের পি.টি.এ সভাপতি মোজাম্মেল হক ভূঁইয়া, এস.এম.সি সভাপতি মোজাহারুল হক (তসলিম), সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহালংকা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ভ‚ঁইয়া।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে যে সকল শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধীকার করেছেন তাদের সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১ম,২য় ও ৩য় স্থান অধীকার করা প্রায় ১০০ জনকে পুরুস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here