ক্রীড়া প্রতিনিধি
মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকার “মরহুম মাহবুবুর রহমান ভুঁইয়া স্মৃতি ফাউন্ডেশন”র উদ্যোগে এবং এম.আর.বি. ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। নক-আউট পদ্ধতির এই খেলার এন্ট্রি-ফি ২০২০/-টাকা। এন্ট্রি-ফি জমা দেয়ার শেষ তারিখ ১৮মার্চ। এবং খেলার ড্র অনুষ্ঠিত হবে ১৯মার্চ। প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ এবং সেরা বোলার ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত করা হবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে ১৬ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ১২ হাজার ট্রাকা প্রাইজমানি প্রদান করা হবে। উপজেলার মিঠাছড়া বাজারের পশ্চিম পার্শে বিশ্ব দরবার সড়ক মোড় সংলগ্ন নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্রিকেট পাগলদের এই অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট। খেলার নিয়মাবলিঃ- -প্রত্যেক খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। -নির্ধারিত ১০ ওভারে খেলা অনুষ্ঠিত হবে। -খেলায় বল এবং টেপ বাবদ ১শ টাকা জমা দিতে হবে। -আম্পায়ারের সিদ্ধান্তই চুড়ান্ত গন্য হবে। -প্রত্যেক দলে ৯জন এবং অতিরিক্ত ২জন খেলোয়াড় রাখতে বলা হয়েছে। -আচরণ বিধি লঙ্ঘনের কঠোর ব্যবস্থা নিবে আয়োজক কমিটি। -খেলায় ২০মিনিট আগে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেক দলের নিজস্ব জার্সি বাধ্যতামূলক ও খেলার সরঞ্জামাদি আনতে হবে। -একজন ক্রিকেটার একের অধিক দলে খেলতে পারবে না এবং কমিটির কোন দল থাকা যাবেনা। যোগাযোগ- মো. রাকিব ভুঁইয়া -০১৮১৯৫৩৫১৪৮, মো. আমজাদ হোসেন- ০১৮৬১০২৪৭৩৫, মো. রকি- ০১৮৬২৬৩৯৮৮৮, মো. জাকির- ০১৮১৫৩৬৮৮৭৬। বিকাশ নম্বর- ০১৮৪৮১৫৮০১৫।